Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৩:৪৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোররাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারা দালালীপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সফিয়াল রহমানের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন আক্তার গত দুই বছর পূর্বে আপন মামাতো ভাই রোমানকে ভালবেসে বিয়ে করেন। রোমান পার্শ্ববতি রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের আব্দুল হাকিমের পূত্র। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হলে শারমিন আক্তার অভিমান করে বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর তিনি বাবার বাড়িতে থেকে ধরনীবাড়ি লতিফ রাজিয়া ফাজিল মাদরাসায় লেখাপড়া করে আসছেন। মঙ্গলবার ভোররাতে সবার অজান্তে ঘর সংংলগ্ন একটি পেয়ারা গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ির লোকজন পেয়ারা গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ