বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় ৩টি ডেভেলপার কোম্পানিকে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রিহ্যাব পরিচালনা পরিষদের ১৪তম সভায় এই তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিস্কার করা হয়। বহিস্কৃত কোম্পানিগুলো হল এমবিকে বিল্ডার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর #৫২৪/২০০৮)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম বাদল। একই সঙ্গে এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর #৭১৮/২০০৯)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মো. মোস্তফা শহীদ, পিএসসি, বিএন (অব.)। এছাড়া দিপ্তি আবাসন লিমিটেড (রিহ্যাব সদস্য নম্বর # ১৩৮৮/২০১৪। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম। রিহ্যাব থেকে বহিস্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সীল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ ‘রিহ্যাব সদস্য’ পরিচয়ে কোথাও কোন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না। এদিকে সভায় রিহ্যাব পরিচালনা পরিষদের সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি (রিহ্যাব সদস্য নম্বর # ৫৭৯/২০০৯)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।