প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কিংবদন্তী সুরকার ও গীতিকার আলাউদ্দিন আলী আর নেই। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বরেণ্য এ গীতিকার দীর্ঘদিন ধরেই ফুসফুসের প্রদাহ এবং রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ২০১৫ সালে ব্যাংককে নেওয়া হয়েছিল তাঁকে। সেসময় জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। তারপর তাঁর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল।
আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার বাঁশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা উস্তাদ যাদব আলী ও মা জোহরা খাতুন।
সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ৮ বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন আলাউদ্দিন আলী। ১৯৭৫ সালে সঙ্গীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, 'গোলাপী এখন ট্রেনে' (১৯৭৯), 'সুন্দরী' ও 'কসাই' (১৯৮০) সিনেমাগুলো অন্যতম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।