Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সমুদ্রের জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় কয়েকটি এলাকা প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দী

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৬:৪৩ পিএম

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনায় অতিরিক্ত জোয়ারে হাতিয়া উপজেলার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার অধিবাসী পানিবন্দী রয়েছে।

অতিরিক্ত জোয়ার ও প্রচন্ড বাতাসের কারনে মেঘনা উত্তাল হয়ে উঠে। আজ বুধবার দুপুর ১২টার দিকে জোয়ারে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে চম্পা ঘাট, মাইনুদ্দিন বাজার, মহিউদ্দিন বাজার, চতলার গোড়া, জাহাজমারা ইউনিয়নের দক্ষিন পশ্চিম পাশে এবং নিঝুমদ্বীপের নামারচর এলাকা প্লাবিত হয়।

এতে আট হাজার পরিবার পানিবন্দি রয়েছে। জোয়ারের তোড়ে বেশ কয়েকটি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। হরণী ইউনিয়নের ব্যবসায়ী আবদুর রহমান ও মেহরাজ উদ্দিন জানান, এ ইউনিয়নের এখনো ৬হাজার অধিবাসী পানিবন্দি রয়েছে।

হাতিয়া আসনের এমপি আয়েশা ফেরদাউস ইনকিলাবকে জানান, জোয়ারে হরণী ইউনিয়ন ও নিঝুমদ্বীপ ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এখনো বহু পরিবার পানিবন্দি রয়েছে। এরআগেও এসব এলাকার ক্ষতিগ্রস্তদের আমরা সহযোগীতা করেছি, এবারও করবো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ