মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের প‚র্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি কারাগারে হামলার ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। হামলার পর কারাগার থেকে পালানোর চেষ্টা করেন সহস্রাধিক কয়েদি। বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কারাগারের প্রবেশপথে একজন অস্ত্রধারী গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর পর হামলার সূত্রপাত। নানগারহার প্রদেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন, হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলা প্রায় ২০ ঘণ্টার লড়াই শেষে হামলাকারীদের আটজন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কারাগারের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে আইএস জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় আরও কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে হামলার পর কারগার থেকে পালানো প্রায় তিনশো জন কয়েদি এখনও ফেরারি রয়েছেন। যখন হামলার ঘটনাটি ঘটে তখন কারগারে থাকা বন্দির সংখ্যা ছিল ১ হাজার ৭৯৩ জন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।