Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালিবান আলোচক মোল্লা আখুন্দের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর ভিডিও সংলাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ৯:৪৮ এএম

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের জন্য সংলাপের অংশ হিসেবে মার্কিন যুক্তরাস্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তালিবানদের শীর্ষ আলোচক মোল্লা বারাদার আখুন্দের সঙ্গে আলাপ আলোচনা করেন।
তাদের আলোচনার অন্যতম মুখ বিষয় ছিল, শান্তি উদ্ধোগ শুরু করার সবচাইতে বড় শর্ত, তালিবান বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে । তালিবানদের দাবি, শান্তি আলোচনার পূর্ব শর্ত হিসাবে সকল তালিবান বন্দিদের মুক্তি দিতে হবে।

আফগান সরকার ৪৬০০জন বন্দিদের মুক্তি দিয়েছে, মাত্র ৪০০ বন্দি, যাদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ থাকায়, আফগান সরকার,তাদের মুক্তি দিতে অস্বীকৃতি জানায় ।
বন্দি বিনিময়ের শর্ত হিসাবে, তালিবাদেরও ১০০০ আফগান সেনাদের মুক্তি দিতে হবে ।

অন্য এক খবরে জানা যায়, জালালাবাদ শহরে একটি মসজিদে, আইসিস জঙ্গিরা হামলা চালালে ৩ জনের মৃত্যু হয় এবং প্রায় ৫০জন কারাবন্দি পালিয়ে যেতে সমর্থ হয় । ভয়েস অফ আমেরিকা



 

Show all comments
  • আবদুর রহমান ৪ আগস্ট, ২০২০, ৯:৫৯ এএম says : 0
    আমেরিকার সাথে আলোচনা করে কোন লাভ নেই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ