মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের কাবুলের ফের গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণে লোগার প্রদেশে ঈদুল আজহা উপলক্ষে তালেবানের পক্ষ থেকে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রাক্কালে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।
বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। অন্যদিকে নিন্দা জানিয়েছে তালেবানরা। লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র বলেছেন, ঈদের আগের বাজারে এই হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, সন্ত্রাসীরা পবিত্র ঈদুল আজহার রাতে আবারও হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা করেছে। ঈদ উপলক্ষে শুক্রবার থেকে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তালেবানের চলমান যুদ্ধের তিনদিনের বিরতি ঘোষণা করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।