বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত সজীব শেখকে (২০) গ্রেফতার করেছে র্যাব। সজীব উপজেলার হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে। তাকে তার খালা বাড়ি রাজৈরের স্বরমঙ্গল গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। গতকাল র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গেছে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, আসামি ভুক্তভোগী কিশোরীকে গত তিন বছর যাবৎ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। এ নিয়ে গ্রামে দুই তিনবার শালিস মীমাংসায় হয়। তাতেও পিছু ছাড়েনি সে। স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই সজীব তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয় সজীব।
গত সোমবার রাতে সে কিশোরীকে চর থাপ্পর ও কিলঘুষি মারে। এক পর্যায়ে কিশোরীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি র্যাবের দৃষ্টিগোচর হলে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে। পরে তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।