পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পিরোজপুরের ইন্দুরকানীতে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার চরনি পত্তাশী গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধু সুদন হালদারের বাড়ি থেকে তার স্ত্রী গোলাপি রানী হালদারের (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।
মধু সুদন হালদার জানান, সোমবার বিকালে তিনি পাশের গ্রামের হাটে গিয়ে ছিলেন। এসময় স্ত্রী বাড়িতে একাই ছিলো। হাট থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে ২য় তলায় গোলাপি রানীর বিবস্ত্র লাশ দেখতে পান। এসময় তার মাথা, গলা ও মুখে আঘাতের চিহ্নও দেখতে পান তিনি। এছাড়া গোলাপি রানীর গলায় থাকা এক ভরি ওজনের সোনার চেইন ও কান বালা পাওয়া যায় নাই। ঘরের একটি ড্রয়ার ও সুটকেস ভাঙা পাওয়া যায়। মধু সুদন দাবি করেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। মধু সুদনের এক ছেলে মানিক হালদার আমেরিকার নাগরিক। এছাড়া দুই মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, আমরা রাতেই গোলাপি রানীর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করেছি। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেয়েই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।