Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সেতিয়েনেই আস্থা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া কিকে সেতিয়েনের উত্তরসূরি কে হতে পারেন তা নিয়ে গুঞ্জনের অন্ত নেই। আশানুরূপ ফল আনতে ব্যর্থ হওয়ায় বার্সেলোনার কোচ হিসেবে তার ভবিষ্যতের উপরে কালো মেঘের ছায়া দেখছেন অনেকে। তবে কাতালান ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ বলেছেন, আগামী মৌসুমে সেতিয়েনের অধীনেই খেলতে হবে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদেরকে।

আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর গেল জানুয়ারিতে কোচ হিসেবে বার্সায় যোগ দেন সেতিয়েন। কিন্তু ন্যু ক্যাম্পের তার সময়টা ভালো কাটছে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি বার্সেলোনা। দুই মৌসুম পর তারা হাতছাড়া করেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে সেতিয়েনের অধীনে খেলা ২৩ ম্যাচের ১৫টিতে জিতেছে বার্সা। সমান চারটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে তারা।
এবারের মৌসুমে বার্সার শিরোপা জেতার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে দলটি। আগামী ৯ অগাস্ট প্রতিযোগিতাটির শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে নাপোলিকে মোকাবিলা করবে তারা। এই চ্যালেঞ্জ পেরিয়ে সেতিয়েন বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেছেন বার্তোমেউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সেলোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ