Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিন্দানাওয়ের ক্ষতিগ্রস্ত মসজিদগুলো সংস্কারের উদ্যোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১১:৩১ এএম

স্বাধীনতা কিংবা অধিকার আদায়ে আন্দোলনের সময় ফিলিপিন্সের মুসলিম অধ্যুষিত স্বশাসিত মিন্দানাও দ্বীপাঞ্চলে অনেক ঐতিহ্যবাহী মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। সে সময় আন্দোলকারীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হলে ৩১টি মসজিদ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১৭ সালে টানা ৬ মাস মার্শাল আইন জারি হয়েছিল ফিলিপিন্সে। অবশেষে অনেক রক্তক্ষয়ের পর সে দেশের সরকার আন্দোলকারীদের দাবি মেনে নিলে সে অবস্থার অবসান হয়।

যাই হোক এবার ক্ষতিগ্রস্ত মসজিদগুলোকে সংস্কার বা মেরামত করার কথা ঘোষণা করল সরকার। প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের নির্দেশে নগরোন্নয়ন ও পুনর্বাসনমন্ত্রক জানিয়েছে, ৬টি মসজিদ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোকে প্রথম দফায় সংস্কার করে চালুর উদ্যোগ নেওয়া হবে। মিন্দানাও দ্বীপে অবস্থিত দারসালান বাতো মসজিদ সংস্কারে অনুদান সংগ্রহ করা হবে। এই মসজিদের মেরামতিতে ১০৫ মিলিয়ন পেসো বা প্রায় ১৬ কোটি টাকা খরচ হবে। এটি ফিলিপিন্সের মুসলিম অধ্যুষিত স্বশাসিত মিন্দানাও দ্বীপাঞ্চলের সবথেকে প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ। তাই এটাকে অগ্রাধিকার দিয়েছে সরকার। পুবের কলম



 

Show all comments
  • M. manirujjaman ২৮ জুলাই, ২০২০, ১:৪৯ পিএম says : 0
    Alhamdulliah Live long the President Rodrigo.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ