পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাউজানে অতিরিক্ত ওষুধ সেবনে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রীর নাম লাকী আক্তার (১৫)। সে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।
জানা যায়, লাকী ২ বছর থেকে পেটের ব্যাথা জনিত রোগে ভুগছিল। সবসময় ব্যাথার ওষুধ খেতো সে। গত শনিবার মা ছিল নানার বাড়ি। ওইদিন দুপুরে তার ব্যাথা বাড়লে লাকী অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলে। এরপর অবস্থা খারাপের দিকে গেলে একইদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মেয়েটির মা বলেছেন অতিরিক্ত ওষুধ সেবনে লাকীর মৃত্যু হয়েছে। লাকী পূর্বগুজরা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পূর্বগুজরা পুলিশ ফাঁড়ি (তদন্ত) কেন্দ্রের এসআই মাসুদ বলেন, লাকীর ময়না তদন্ত শেষে গত রোববার দুপুরে লাশ বাড়িতে আনার পর বাদ আছর জানাযা শেষে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।