Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে বন্যা পরিস্থিতির অবনতি রফিকুল ইসলাম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:৫৮ পিএম

চলনবিল অধ্যূষিত সিরাজগঞ্জের তাড়াশে বন্যার পানি বৃদ্ধি অব্যহত থাকায় উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নই বন্যা কবলিত হয়ে পড়েছে। জনগন ভয়াবহ অবস্থায় দুর্বিসহ জীবন যাপন করছে। ত্রাণ না পেয়ে কর্মহীন মানুষ মানবেতর জীবন-যাপন করছে। বন্যায় শতশত ঘরবাড়ি, আশ্রয় কেন্দ্র ও গুচ্ছগ্রাম, প্রায় আড়াই হাজার হেক্টর রোপা আমন ধান, বীজতলা এবং দেড় শতাধিক পুকুর বন্যার পানিতে ভেসে গেছে।

বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা যায়, মাগুড়াবিনোদ ইউনিয়ন, তাড়াশ সদর,সগুনা ও নওগাঁ ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। ফলে পানি বন্দি হয়ে পড়েছে শতশত পরিবার। ঘর বাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেক পরিবার অন্যের বাড়ীতে আশ্রয় নিয়ে আছে। একই বাড়ীতে করোনায় ভয় উপেক্ষা করেও বসবাস করতে হচ্ছে তাদের। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবন যাপন করছে তারা। কিন্ত এখন পর্যন্ত সরকারী বে-সরকারী ভাবে কোন সাহায্য সহযোগীতা ও ত্রাণ সামগ্রী বানভাসি মানুষের কাছে পৌছায়নি।

বারুহাস, তাড়াশ সদর, মাধাইনগর ও দেশীগ্রাম, তালম ইউনিয়নের অধিকাংশ মাঠে জিরা জাতের রোপা আমন ধান ও বীজ তলা পানিতে তলিয়ে গেছে।

মৎস্য চাষীরা নেটের ঘের দিয়ে পুকুরে মাছ ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। অপর দিকে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পরেছে খামারীরা। সংকট দেখা দিয়েছে গো খাদ্যের।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, এখন পর্যন্ত ১১৮ টি পুকুর বন্যার পানিতে ভেসে গেছে। পানি বৃদ্ধি অব্যহত থাকলে আরো পুকুর ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি বলেন, আমার ইউনিয়নের প্রায় সব গুলো গ্রামই বন্যায় প্লাবিত হয়েছে। ত্রানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন দাখিল করেছি।
বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে সরকারী বে-সরকারী সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়াবেন এমনটা প্রত্যাশা করছেন এলাকাবাসি।

রফিকুল ইসলাম
তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
২৭.০৭.২০২০
০১৭১৫৩৫৭৭৫১

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ