বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী শেখ কফিল উদ্দিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। হাজী শেখ কফিল উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হাজী শেখ কফিল উদ্দিন শ্রীনগর উপজেলা বিএনপি’র একজন বলিষ্ঠ নেতা হিসেবে দলকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। হাজী শেখ কফিল উদ্দিনের ইন্তেকালে আমি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকে ¤্রয়িমান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু শ্রীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী শেখ কফিল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, হাজী শেখ কফিল উদ্দিনের মৃত্যুতে শ্রীনগর উপজেলা বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। মরহুম হাজী শেখ কফিল উদ্দিন শ্রীনগর উপজেলা বিএনপি-কে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তা স্থানীয় নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক বিহব্বল পরিবারের সদস্যবর্গ ও শুভাকাক্সক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। মহান আল্লাহ মরহুম হাজী শেখ কফিল উদ্দিনকে বেহেস্তবাসী করুন-এই দোয়া করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।