Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ. আফ্রিকায় উসমানিয়া যুগের মসজিদ সংস্কার করল তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০২ এএম

দক্ষিণ আফ্রিকায় উসামানিয়া যুগের একটি মসজিদ সংস্কার করেছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সাহযোগিতা সংস্থা। তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) এক বিবৃতিতে জানায়, নুর আল-হামিদিয়া মসজিদটি ১৩৫ বছর আগে উসমানিয়া সুলতান দ্বিতীয় আবদুল হামিদ-এর সময়ে কেপ টাউনে নির্মাণ করা হয়। মসজিদটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলে জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, মসজিদটি সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এতে ক্যালিগ্রাফি, সোনালী পাতা, আলংকারিক মোটিফ এবং সূচিকর্ম ব্যবহার করা হয়। মসজিদের ব্যবস্থাপক আবদুর রাফ বাউকস বলেন, টিআইকাএ কেপটাউনে অনেক প্রকল্প চালিয়েছে এবং ঐতিহাসিক মসজিদটির সূক্ষ্মভাবে পুনঃনির্মাণ করেছে। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ