মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র বলছে, আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে ইরান, চীন ও রাশিয়া। তবে এই দাবির পক্ষে কোনো দলিল-প্রমাণ উপস্থাপন করতে পারেনি ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানিনা শুক্রবার এক বিবৃতিতে এ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা রক্ষা করা হবে মার্কিন গোয়েন্দা বিভাগগুলোর প্রধান দায়িত্ব। ইভানিনা বলেন, রাশিয়া, ইরান ও চীন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন জনগণের দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এসব দেশ এভাবে মার্কিন ভোটারদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করতে চায়। এর আগেও মার্কিন কর্মকর্তাদের একই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান, বেইজিং ও মস্কো। পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের অভিযোগ উত্থাপন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের পক্ষে সহানুভূতি আদায় করাই হচ্ছে ওয়াশিংটনের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে একাধিক নির্ভরযোগ্য জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন। ফোর্বস, নিউ ইয়র্কটাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।