মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ নিয়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে এবার ওয়াশিংটনের চীনা দূতাবাসে বোমা হামলা ও কূটনীতিকদের বিরুদ্ধে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বুধবার টুইটারে এক পোস্টে এ হুমকির জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দায়ী করেছেন। টুইটে তিনি লেখেন, “চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ঘৃণা-বিদ্বেষমূলক প্রচারের ফলে দূতাবাস এই #বোমা এবং #হত্যাহুমকি পাচ্ছে।” তবে এ হুমকির ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি হুয়া। কারা হত্যার হুমকি পেয়েছেন তাদের পদবীও জানাননি তিনি। চীনা কর্মকর্তাদের বড় ধরনের গুপ্তরচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র শুক্রবারের মধ্যে হিউস্টনের চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে বুধবার। চীনও সঙ্গে সঙ্গেই এর পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং তার বক্তব্যে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগও অস্বীকার করেছেন। কোনওকিছুতে হস্তক্ষেপ করা চীনের পররাষ্ট্রনীতির ধারা নয়, বলেছেন তিনি। হিউস্টনের কনস্যুলেট বন্ধ করা নিয়ে বিরোধের মধ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের আরও কনস্যুলেট বন্ধের হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দুইপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ার এই সময়ে সানফ্রানসিসকোয় চীনা কনস্যুলেট নিয়েও ওয়াশিংটনের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা এক চীনা বিজ্ঞানী গ্রেপ্তার এড়াতে সানফ্রানসিসকোর চীনা কনস্যুলেটে লুকিয়ে আছেন বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’। সিনহুয়া, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।