মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঈদুল আজহা উপলক্ষে কয়েকশ কারাবন্দীকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আদেশক্রমে দেশের বিভিন্ন কারাগার থেকে ৫১৫ জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। আজ শুক্রবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, খলিফার মানবিকতা প্রকাশের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার ক্ষমা প্রদর্শন ও বন্দিরা যেন নতুন জীবন শুরু করার সুযোগ পান, সে কারণে এ ধরনের সিদ্ধান্ত দিয়েছেন শেখ খলিফা।
বিশেষ করে রমজান মাস উপলক্ষে এবং খুশির দিনে বন্দিদের মুক্তি দেন আমিরাতের খলিফা। বন্দিদের পরিবারেও যেন আনন্দ ফিরে আসে এবং তারা বন্দিদশা থেকে মুক্তি পেয়ে সৎ পথে চলতে পারে, সেই অনুপ্রেরণা তাদের দেওয়া হয়। সূত্র : খালিজ টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।