মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। মার্কিন সরকার সেদেশের হিউস্টন শহরের চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর বেইজিং পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। চীন বলেছে, আমেরিকার এ পদক্ষেপের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমেরিকা যে অভিযোগ এনেছে তা ‘হাস্যকর অপবাদ’ ছাড়া আর কিছু নয়।
তিনি বৃহস্পতিবার বেইজিং-এ বলেন, “আমেরিকার অযৌক্তিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় চীনকেও নিজের আইনগত অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর ফলে আমেরিকা ও চীনা নাগরিকদের মধ্যে সম্পর্কের যে সেতুবন্ধন ছিল ভেঙে পড়বে।”
চীন সরকার আমেরিকায় বসবাসরত নিজের নাগরিকদের রক্ষা করবে বলেও প্রত্যয় জানান ওয়াং।
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের বিপুল সংখ্যক নাগরিক বসবাস করেন। তাদের পাশাপাশি মার্কিন নাগরিকদের চীনা ভিসা দেয়ার সুবিধার্থে সেখানে কনস্যুলেট খুলেছিল চীন সরকার। কিন্তু গত ২১ জুলাই মার্কিন সরকার কনস্যুলেটটি পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষিত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।