মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবরোধ আরোপকারী চারটি আরব দেশের কাছ থেকে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার শরণাপন্ন হবে কাতার এয়ারওয়েজ।
গত বুধবার প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ওই চারটি দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকা, বিনিয়োগ মূল্যের ক্ষতি এবং বিশ্বজুড়ে তাদের কার্যক্রমের ক্ষতি সাধন করায় এ অর্থ পেতে আরবিট্রেশন নোটিসসহ সব ধরনের আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর: আল জাজিরা।
সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনে কাতারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।
এর আওতায় কাতারের সঙ্গে স্থল, আকাশ ও নৌ সীমান্ত বন্ধ করে দেয় এসব দেশ। তবে ওই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দোহার দাবি কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ করতে চাইছে এসব আরব দেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।