Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরের হোটেল থেকে বাংলাদেশি-মার্কিন নারীর লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মিসরের কায়রোর একটি হোটেল থেকে বাংলাদেশি বংশোদ্ভ‚ত এক মার্কিন নারী নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ফাতেমা খান খুকি (৪৪)। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট হিসাবে কর্মরত ছিলেন। কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। জানা গেছে, পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার সেখানকার একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে।

খুকির বান্ধবী নিউইয়র্কের বাংলা টিভির উপস্থাপিকা শারমিনা সিরাজ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, তিনি প্লাস্টিক সার্জারির কাজে মিসর গিয়েছিলেন। তার পরিবার প্রথমে তার লাশ মিসর থেকে বাংলাদেশে নেয়ার কথা বলেছিল। কিন্তু তিনি যেহেতু আমেরিকার নাগরিক, তাই তদন্তের স্বার্থে লাশ সেখানেই যাবে।’

খুকির মৃত্যুর বিষয়ে তার আরেক বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমাদের প্রিয় বন্ধু ফাতেমা খান খুকি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কোভিড-১৯ আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে মিসরের একটি হোটেলে তার লাশ পাওয়া গেছে। এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো বা কীভাবে মারা গেল, তার কেউ জানে না।’

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ