Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সফল অস্ত্রোপচার হলো সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১০:০৫ পিএম

সফল অস্ত্রোপচার হলো সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজের।দেশটির রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে বৃহস্পতিবার তার পিত্তকোষ অপসারণ করা হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর দিয়েছে। -সউদী গেজেট, রয়টার্স
এ সপ্তাহেই ৮৪ বছর বয়সী সউদী আরবের এ শাসককে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পিত্তকোষ সংক্রমণে ভুগছিলেন। আরও কিছু চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বিশ্বের সব চেয়ে বড় তেল রপ্তানীকারক দেশের শাসক তিনি। তিনি পবিত্র দুইটি মসজিদ মক্কা ও মদীনার জিম্মাদার। তাকে আরও কিছুদিন এ হাসপাতালে থাকতে হবে।

একটি বিশেষ মেডিকেল টিম বাদশাহ সালমানের চিকিৎসা করছে। তারা সব সময় তার খোঁজখবর নিচ্ছেন। উল্লেখ্য, ২০১৫ সালে সউদী আরব যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ