Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনৈতিক লিঙ্গবৈষম্য বাড়াতে পারে মহামারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

চলমান বৈশ্বিক মহামারী নারী ও পুরুষের মধ্যে অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধি করতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, গত তিন দশকে নারীরা তাদের পুরুষ সহকর্মীদের সঙ্গে আর্থিক ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে যে অগ্রগতি দেখিয়েছেন, মহামারীর প্রভাবে তা ক্ষতিগ্রস্ত হবে। খবর এএফপি। আইএমএফ জানায়, কভিড-১৯-এর প্রভাবে বৈশ্বিক জিডিপির সংকোচন হবে ৭ দশমিক ৯ শতাংশ। এক্ষেত্রে পুরুষদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। কারণ করোনায় নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সেবা, খুচরা বিক্রি ও হোটেল শিল্পে। আর এসব শিল্পে নারীদের অংশগ্রহণই বেশি। দেখা গেছে, যুক্তরাষ্ট্রে নারীদের ৫৪ শতাংশই এমন সব খাতে কাজ করেন, যেখানে কর্মস্থলে উপস্থিত না হয়ে কাজ করার সুযোগ নেই। ব্রাজিলের ৬৭ শতাংশ নারীর পক্ষেই দ‚র থেকে কাজ করার সুযোগ নেই। তাছাড়া আরো একটি অসুবিধাজনক বিষয় হলো, নারীরা কোনো ধরনের মজুরি ছাড়াই অধিকতর গৃহস্থালি কাজের সঙ্গে যুক্ত। আইএমএফ তার নিজস্ব বøগে জানায়, এ অবস্থায় যাতে নারীদের ওপর মহামারীর বিরূপ প্রভাব না পড়ে, সেজন্য নীতিনির্ধারকদের গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে হবে। তবে এক্ষেত্রে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি দ্য লাতিন আমেরিকান কোয়ালিশন টু এমপাওয়ার উইমেনের প্রশংসা করেছে। কলম্বিয়া ও কোস্টারিকার প্রেসিডেন্ট এবং জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর লাতিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ানের (ইসিএলএসি) অনুরোধে গত এপ্রিলে এটি গঠন করা হয়। এছাড়া যেসব মা-বাবার বিশেষ বয়সের সন্তান রয়েছে, তাদেরকে সবেতনে প‚র্ণ কিংবা আংশিক ছুটিতে পাঠানোর জন্য অস্ট্রিয়া, ইতালি, পর্তুগাল ও সেøাভেনিয়ার প্রশংসা করেছে আইএমএফ। এএফপি।

 

 



 

Show all comments
  • Alif ২৪ জুলাই, ২০২০, ৯:৫৬ এএম says : 0
    We always pray to Allahu subahanutaoa and waiting to see when Allah will terminated America. Say everybody..Ameen...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএমএফ

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ