Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার বিপদসীমার ওপরে যমুনার পানি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ৬:৫৩ পিএম

ধারাবাহিকভাবে ৩দিন পানি কমার পর বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে কমার পর আবারও যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত চব্বিশ ঘন্টায় পানি নতুন করে ২

সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এ পর্যন্ত বন্যায় জেলার সারিয়াকান্দি
উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৫ হাজার ৭৫০
পরিবারের ১ লাখ ৩০০ জন, সোনাতলা উপজেলার ৩টি ইউনিয়নের ৪
হাজার ৯৭০ পরিবারের ২২ হাজার ২৫০ জন এবং ধুনট উপজেলার ২টি
ইউনিয়নের ৬২২ পরিবারের ২ হাজার ৯২০জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যার পানিতে তলিয়ে গেছে ৮ হাজার ৮৩১ হেক্টর ফসলি জমি।
ইতোমধ্যেই ক্ষতিগ্র¯তদের জন্য নগদ ৮ লাখ টাকা, গো-খাদ্যের জন্য
২লাখ টাকা এবং শিশু খাদ্যের জন্য আরও ২ লাখ টাকাসহ মোট ১২ লাখ
টাকা এবং ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ৩ হাজার
প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যার্তদের জন্য ৭০টি
আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে।
,

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ