Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় বিপর্যস্ত সিলেটের সদর এলাকা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১:২৭ পিএম

সদর উপজেলায় প্রথম দুই দফার পরিস্থিতিকে পেছনে ফেলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তৃতীয় দফা।
বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এছাড়াও পানির স্রোতে মানুষের বসতভিটা এবং কাঁচা ঘরে এখন ভাঙ্গনের কবলে।
সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ, ২ নং হাটখোলা, ৩ নং খাদিম নগর, খাদিম পাড়া, ৬ নং টুকেরবাজার, ৭ নং মোগলগাঁও, ৮ নং কান্দিগাঁও সহ একাধিক ইউনিয়ন নতুন করে বন্যায় প্লাবিত। হাঁটখোলার উমাইগাঁও, জালালাবাদের আলী নগর, খাদিমনগর সাতগাছি, আলীনগর, ঘোড়ামারা, ছয়দাগ, গনকিটুক, বাউয়ারকান্দি, বাইশটিলা, রঙ্গিটিলা, পীরেরগাও, মধুটিলা, মোকামবাড়ি, বাইলার কান্দি, রইরকান্দি, শিমূল কান্দি, মানসিনগর, রায়েরগাও, কান্দিগাঁও গোপাল, সাদিপুর ছামাউরাকান্দি, নীলগাঁও, নলকট, মোগলগাঁও লালারগাও, লামাগাঁও, তালুকপাড়া, চৌধুরী গাঁও, যুগলটিলা,ছালিয়া, ৫,১ও ২ ওয়ার্ডের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, রাস্তা ঘাট, আউশ ক্ষেত, বীজতলা ও মাছের খামারে পানি আর পানি। এছাড়াও বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ জানান, গত ২বার বন্যা কবলিত এলাকার বিতরন করা হয়েছে ত্রাণসামগ্রী । খুলে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোও ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ