Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলফাডাঙ্গায় মধুমতি নদী গর্ভে বিলীন হচ্ছে শত শত বাড়ি-ঘর

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:৪৩ পিএম

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের আজমপুর ও চরডাঙ্গা গ্রামে মধুমতি নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই ভাঙ্গছে নদীর পাড়।এতে বিলীন হচ্ছে শত শত বাড়ি-ঘর, পাকা রাস্তা ও গাছপালা । ঘর-বাড়ি হারিয়ে অনেকে খোলা স্থানে অসহায় দিন কাটাচ্ছেন। বাড়ি-ঘর হারিয়ে তারা অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন। কোনো জনপ্রতিনিধি তাদের কোনো খোঁজ নিচ্ছেন না বলে অভিযোগ করেন নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষেরা।স্থানীয়রা জানায়, গত শুক্রবার থেকে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। অল্প সময়ের মধ্যে কয়েকটি বাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া গোপালপুর হতে চরডাঙ্গা গ্রামে যাতায়াতের পাকা সড়কটির ৬০ মিটার নদীগর্ভে বিলীন হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করেছেন।ভাঙ্গন কবলিত দুটি স্থানে বেশ কিছু মাটিভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা করছেন। তবে এলাকাবাসী অভিযোগ করেছেন-রাস্তা রক্ষায় ও নদীর ভাঙ্গন রোধে কাজ হচ্ছে খুব ধীরগতিতে। ফলে প্রতিনিয়ত ভাঙ্গছে নদীর পাড়। এছাড়া হুমকির মুখে রয়েছে প্রাথমিক স্কুল, মসজিদ, দোকান-পাটসহ অসংখ্য বাড়ি-ঘর।এ ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, নদী ভাঙ্গন ঠেকাতে মাটিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগামী শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে বাধ দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ