Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে পদ্মার পেটে পাঁচ শতাধিক বসতবাড়ি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:১৬ পিএম

ভারত থেকে নেমে আসা তীব্র পানির চাপে রুদ্র মূর্তি ধারণ করেছে চাঁদপুর পদ্মা-মেঘনার মিলন স্থল। তীব্র ঘূর্ণি স্রোতের প্রভাবে অব্যাহত ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছেন চাঁদপুর রাজ রাজেশ্বর ইউনিয়নের চরাঞ্চলের বাসিন্দারা। ভিটে বাড়ি হারিয়ে কোথায় যাবে এমনি অনিশ্চয়তার মধ্যে তাদের এখন দিন কাটছে।

কদিনে প্রমত্তা পদ্মার ভাঙ্গনে আরো কয়েকশ' পরিবারের শেষ সম্বল বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এ নিয়ে চলতি বর্ষায় ভয়াবহ ভাঙ্গনে পাঁচ শতাধিক পরিবারের বসতবাড়ি পদ্মা মেঘনায় বিলীন হয়ে গেছে। বাদ পড়েনি ফসলি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ছোট ছোট বাজার।

এদিকে চারপাশে নদী গ্রাস করলেও এখনো ঠায় দাঁড়িয়ে আছে তিন তলা বিশিষ্ট নবনির্মিত রাজরাজেশ্বর ওমর আল হাই স্কুল কাম সাইক্লোন সেন্টার। তবে যেকোনো সময়ে সেটিও বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চরাঞ্চলবাসী। ২কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টারটি মাত্র এক মাস আগে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে চাঁদপুর শহরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর পশ্চিম পাড় দুর্গম চরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা প্রমত্তা পদ্মার ভয়াল থাবায় বিলীন হতে চলেছে। ভারত থেকে নেমে আসা তীব্র পানির চাপ বঙ্গোপসাগরের দিকে নামতে গিয়ে রুদ্র মূর্তি ধারণ করেছে পদ্মা নদীর চাঁদপুর অংশ।
এতে নদীপাড়ের রাজরাজেশ্বর ইউনিয়নের মান্দের বাজার, ঢালিকান্দি, রাজারচর, মজিদ কান্দি, লগ্গিমারাসহ আরো কয়েকটি চর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে।

রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, প্রতিবছর বর্ষায় চরাঞ্চলে নদী ভাঙ্গন দেখা দেয়। কিন্তু এবারের ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে । ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা তাদের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সহায় সম্বল হারানো ওইসব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ইউপি চেয়ারম্যান প্রশাসনসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভিটেমাটি হারিয়ে মজিদ কান্দি এলাকার জেলে রহমান মিজি, কাজল গাজী, খালেক বকাউলসহ ক্ষতিগ্রস্তরা জানান, 'নদীতে আমাদের সব শেষ হয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের নিয়ে আপাতত কোন এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেব। কিন্তু পরে কোথাও যাব কি করব তা বলতে পারছিনা। তারা আক্ষেপ করে বলেন আর কোনদিন পিত্রভিটায় ফেরা হবে কিনা জানিনা।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, প্রতিবছরই চরাঞ্চলে কমবেশি নদী ভাঙ্গন দেখা দেয় । কিন্তু এবারের ভাঙ্গনে শত শত পরিবার ভিটেমাটি হারিয়েছে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করা যায় কিনা তা দেখা হবে। তবে চরাঞ্চলে ভবিষ্যতে বহুতল ভবন না করে ভাসমান বা টিনশেড স্থাপনা করা যায় কিনা তা ভেবে দেখা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ