বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চার মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ঢাকা-রাজশাহী রুটে ইউএস বাংলা ও নভোএয়ারের বিমান চলাচল শুরু হচ্ছে। ইতোমধ্যে রাজশাহীর হযরত শাহমখদুম বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সেতাফুর রহমান জানান।
করোনাভাইরাস মহামারীর কারণে সংক্রমণ এড়াতে গত ২৬ মার্চ এই রুটে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। ইউএস বাংলার রাজশাহীর স্টেশন ম্যানেজার মোশারফ হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে তাদের দুটি উড়োজাহাজ চালু হবে। প্রথমটি সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছাবে ১০টা ৫০ মিনিটে। আবার রাজশাহী থেকে বেলা ১১টা ২০ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছবে ১১টা ৫০ মিনিটে। দ্বিতীয় উড়োজাহাজটি দুপুর আড়াইটায় ঢাকা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছবে ৩টা ২০ মিনিটে। ফের ৩টা ৫০ মিনিটে রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছবে ৪টা ৪০ মিনিটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।