বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও ঢাকা জেলা সভাপতি আলহাজ সৈয়দ আলী মোস্তফা, সহ-সভাপতি আলহাজ হানিফ মিয়া ও আলহাজ হাফেজ জয়নুল আবেদীন, সেক্রেটারি আলহাজ শাহাদাত হোসেন ও জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক ডা. কামরুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদী সিলেবাস দ্বারা ভালো মানুষ তৈরি হবে না। তারা বলেন, প্রধানমন্ত্রী বলছেন সন্ত্রাস নির্মূল করতে হবে, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে কখনো সন্ত্রাস বন্ধ হবে না বরং সন্ত্রাস বাড়বে ছাড়া কমবে না। সন্ত্রাস বা জঙ্গিবাদ বন্ধ করতে হলে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
বিবৃতিতে তারা বলেন, সিলেবাস থেকে অনেক মুসলিম কবি-সাহিত্যিকদের ইসলামী ভাবধারায় রচিত প্রবন্ধ, গল্প ও কবিতা পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে। এর পরিবর্তে পাঠ্যবইতে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে হিন্দুধর্ম সম্পর্কীয় বিভিন্ন বিষয়াদি। অন্তর্ভুক্ত করা হয়েছে এমন সব প্রবন্ধ, গল্প ও কবিতা, যা আমাদের স্বাধীতনাকে প্রশ্নবিদ্ধ করে। যা আমাদের মুসলিম সমাজ ও সভ্যতাকে চ্যালেঞ্জ করে। এভাবে ইসলামী শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে দেশকে কখনো জঙ্গি এবং সন্ত্রাসমুক্ত করা সম্ভব হবে না। তাই অবিলম্বে নাস্তিক্যবাদী সিলেবাস বাতিল করে নতুন সিলেবাস প্রণয়ন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।