বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ইসলামবিরোধী শিক্ষানীতি-২০১০, প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ এবং বিতর্কিত পাঠ্যসূচি সংশোধনসহ পাঁচদফা দাবিতে ‘সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র ঐক্যের প্রেসিডিয়াম সদস্য ও আবদুল্লাহ আল মাসউদ খান-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জমিয়েতে তালাবায়ে আরাবিয়ার সাধারণ সম্পাদক আবদুর রহমান-এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের মুখপাত্র ও ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন খান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কাদীর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল মুসলমান এই ইস্যুতে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সরকারকে শান্ত আহ্বানের ভাষায় বলতে চাই যে, দয়া করে জনতার মনের ভাষা বুঝতে চেষ্টা করুন, তাদের অনুভূতিকে সম্মান করুন। বর্তমান সিলেবাসে বিদ্যমান হিন্দু ও নাস্তিক লেখকদের লেখা ইসলামীবিরোধী আবর্জনাকে বাদ দিন। ইসলামী শিক্ষার প্রতিফলন ঘটান। বিক্ষোভ সমাবেশ আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ নূরুজ্জামান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মোঃ শামিম আহমেদ, ইসলামী ছাত্র খেলাফত এর ইরফানুল হক, ইসলামী ছাত্রসমাজের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ আমির জেহাদীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।