Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে প্রধান নদী সুরমা ও কুশিয়ারাতে অব্যাহত রয়েছে পানিবৃদ্ধি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২০, ৪:৫৪ পিএম

সিলেটে প্রধান নদী সুরমা ও কুশিয়ারাতে অব্যাহত রয়েছে পানিবৃদ্ধি। টানা বৃষ্টি ও উজানী ফলে দুটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে কুশিয়ারা। এছাড়া একটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্তকানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সুরমা নদীর পানি। বেলা ১২টায় সিলেট পয়েন্টে ১০.৫৬ মিটার ছিল সুরমার পানি প্রবাহ। যা বিপদসীমার ২৪ সে:মিটার নিচে। কুশিয়ারা নদীর পানির উচ্চতা আমলশিদ পয়েন্টে বুধবার সন্ধ্যায় ছিল ১৫.৮২ মিটার। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় টায় উচ্চতা বেড়ে দাড়ায় ১৬.১২ মিটারে। এ পরিসংখ্যান বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপরে। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেলা ১২টায় ৯.৯৬ মিটার প্রবাহিত হচ্ছে কুশিয়ারার পানি। এ পয়েন্টে ৯.৪৫ মিটার বিপদসীমা। ফলশ্রুতিতে এ পয়েন্টে পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে হচ্ছে প্রবাহিত। শেওলা পয়েন্টে কুশিয়ারার পানির উচ্চতা ১২.৮৭ মিটার ছিল বুধবার সন্ধ্যায়। আজ বেলা ১২টা পর্যন্ত এ পয়েন্টে পানি বেড়ে হয়েছে ১৩.০৫ মিটার অর্থাৎ বিপদসীমায় প্রবাহিত হচ্ছে। শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি আজ বেলা ১২টায় প্রবাহিত হচ্ছে ৮.৩২ মিটারে। কিছুটা পানি কমেছে সারি নদীর। বুধবার সন্ধ্যা ৬টায় সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে ১০.৯৮ মিটারে ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ বেলা ১২টায় কিছুটা নিচে নেমে এসেছে পানি। ১০.৯৫ মিটারের মধ্যে প্রবাহিত হচ্ছে পানি। এদিকে, কানাইঘাটের লোভা নদীর পানি গতকালের ১৪.৪৬ মিটার থেকে আজ দুপুরে ১৪.৪১ মিটার কমে দাঁড়িয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ