মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো চীনের অর্থনীতি। গত তিন মাসে চীনের অর্থনীতি ৩.২ শতাংশ প্রসারিত হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে এ বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনীতিতে ব্যাপক সংকোচন হয়। ওই সময় চীনের অর্থনীতি ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল, যা ছিল ১৯৯২ সালের পর সবচেয়ে খারাপ ত্রৈমাসিক অবস্থা।
গতকাল বুধবার প্রকাশিত চীনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আবার প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন কঠোর পদক্ষেপ নেওয়ায় এই সময়ের বেশিরভাগজুড়েই দেশটির কারখানা ও ব্যবসায়িক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। লকডাউন তুলে নেওয়ার পর অর্থনীতি চাঙ্গা করতে কর কাঠামো পরিবর্তন আনাসহ বেশকিছু পদক্ষেপ নেয় চীন। আর এসব পদক্ষেপ যে অত্যন্ত সময়োপযোগী ছিল তার প্রমাণ দ্বিতীয় প্রান্তিকে এসেই পেয়ে গেল দেশটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।