Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যোগীরাজ্যে দশ শিক্ষার্থীকে বলাৎকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২০, ১২:৪৬ এএম

ভারতের উত্তর প্রদেশের একটি আশ্রমে করোনা ভাইরাসের ওষুধ খাওয়ানোর নাম করে ১০ জন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক ধর্মগুরুকে আটক করেছে পুলিশ। সোমবার বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ার পর ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ভুক্তভোগীদের বরাত দিয়ে ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উত্তর প্রদেশের মুজাফফরগরের গদ্য মঠ আশ্রমের মালিক ধর্মগুরু ভক্তি ভ‚ষণ গোবিন্দ মহারাজ করোনা ভাইরাসের ওষুধের নাম করে ওই ১০ জন শিক্ষার্থীকে অ্যালকোহল খাওয়ানোর পর বলাৎকার করেন। পুলিশ জানায়, ধর্মগুরুর এই অপকর্মের প্রতিবাদ করায় আশ্রমের এক কর্মীকে বের করে দেওয়ার পর সে পুলিশের কাছে গিয়ে এই ব্যাপারে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ গত বৃহস্পতিবার ওই ধর্মগুরুকে আটক করে এবং বলাৎকারের শিকার ওই ১০ শিক্ষার্থীকে উদ্ধার করে। জানা গেছে, বলাৎকারের শিকার হওয়া ওই ১০ শিক্ষার্থী ভারতের ত্রিপুরা এবং মিজোরাম থেকে লেখাপড়া করার জন্য উত্তর প্রদেশের ওই আশ্রমে এসেছিলেন। বলাৎকার হওয়া শিক্ষার্থীদের মধ্যে চারজনের বয়স নয় থেকে ১২ বছরের মধ্যে, পাঁচজনের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে এবং একজনের বয়স ১৮ বছর। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, শুধু বলাৎকারই না ওই শিক্ষার্থীদেরকে জোরপ‚র্বক অশ্লীল ভিডিও দেখাতেন অভিযুক্ত ধর্মগুরু ভ‚ষণ গোবিন্দ মহারাজ। এছাড়াও তাদের ওপর নির্যাতনও চালানো হতো। ভারতীয় পুলিশের একজন কর্মকর্তা জানান, ভক্তি ভ‚ষণ এবং তার বাবুর্চির বিরুদ্ধে এই ঘটনায় তিনটি ধারায় মামলা করা হয়েছে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ