Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনাভীতির কারণে ৮ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ক্যালিফোর্নিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৬:৫৩ পিএম

করোনাভীতির কারণে ৮ হাজার কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ক্যালিফোর্নিয়া।যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যটি করোনাভাইরাস বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজ্যটি। -টাইমস অব ইন্ডিয়া, এনপিআর
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস এ্যান্ড রিহ্যাবিলিটেশন থেকে বলা হয়েছে, মহামারী সংকট শুরু হওয়ার পর ইতোমধ্যে ১০ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। নতুনভাবে যাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে ছাড়া হবে আগস্টের শেষ দিকে। বিভাগীয় সচিব রালফ ডিয়াজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন , ‘ বন্দি ও স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যের এই ঘোষণাকে সংস্কারপন্থীরা স্বাগত জানিয়েছে। কারণ ক্যালিফোর্নিয়ার সান কোয়েনটিন নামের প্রাচীন এই কারাগারটিতে কোভিড - ১৯ রোগীর সংখ্যা বেড়ে

রাজ্যের গভর্নর গ্যাবিন নিউসম মঙ্গলবার বলেছেন , কারাগারটিতে প্রায় এক হাজার করোনা পজিটিভ রোগী শনাক্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাজ্যটিতে কারাবন্দির সংখ্যা প্রায় এক লাখ ১৩ হাজার । শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে , সান কোয়েনটিন থেকে যারা মুক্তি পাবেন এক সপ্তাহের মধ্যে তাদের কোভিড - ১৯ পরীক্ষা করা হবে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ