Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকল বন্ধের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২০, ১২:০১ এএম

রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধের প্রতিবাদ, লেঅফ, ছাঁটাই, চাকরিচ্যুতি বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার জাতীয় গণতান্তিক ফ্রন্ট মানববন্ধন করে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সম্পাদক কৃষ্ণা লাল সরকার ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নেতা আইয়ুব হোসেন মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন। তারা বলেন, পাটকল বন্ধ ও শ্রমিকদের কর্মহীন করে তাদের পরিবার এবং পাটের ওপর নির্ভরশীল পাট ও পাটজাত পণ্যের ক্ষুদ্র শিল্প, পাট চাষি ও পাট ব্যবসাসহ প্রায় কোটি জনগণের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলা হয়েছে। যা করোনা মহামারীকালে কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে পাটকল বন্ধের জাতীয় ও জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে দক্ষ ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় মালিকানায় শিল্পকারখানাগুলো চালু করার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ