Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল-চীন সীমান্ত পথে বাণিজ্য চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

প্রায় ছয় মাস বন্ধ রাখার পর নেপাল ও চীনের মধ্যে গুরুত্ব সীমান্ত ক্রসিং রাসুয়াগাদি-কেরুং সোমবার খুলে দেয়া হয়েছে। রাসুয়াগাধি কাস্টমস অফিসের প্রধান পুনিয়া বিক্রম খাড়কা বলেন, যে আটকা পড়ে থাকা শত শত ট্রাকের প্রথম বহর নেপালে প্রবেশ শুরু করেছে। গত জানুয়ারি থেকে উত্তর সীমান্তে প্রায় ১,১০০ কার্গো ট্রাক আটকা পড়ে আছে। প্রথমে বরফপাত ও পরে করোনাভাইরাসের কারণে নেপাল সরকার লকডাউন আরোপ করায় ট্রাকগুলো আটকা পড়ে। খাড়কা বলেন, এই মুহ‚র্তে শুধু ওয়ানওয়ে ট্রাফিকের জন্য সীমান্ত ক্রসিং খুলে দেয়া হয়েছে। গত মাসে নেপাল ও চীনা কর্তৃপক্ষের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী প্রতিদিন মাত্র চারটি কার্গো ট্রাক বা ১২০ টন মালামাল নেপালে প্রবেশের সুযোগ পাবে। করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতাম‚লক ব্যবস্থা গ্রহণের পরই ট্রাকগুলোকে নেপালে প্রবেশের সুযোগ দেয়া হবে। নেপাল ও চীনের মধ্যে আরেকটি বাণিজ্য পথ তাতোপানি-ঝাংমু গত মার্চে খুলে দেয়া হয়। সেটাও জানুয়ারি থেকে বন্ধ ছিলো। খাড়কা বলেন আটকে পড়া পণ্য খালাস করতে কয়েক মাস লেগে যাবে। কাঠমান্ডু পোস্ট, এসএএম।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ