Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে আহবান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরবর্তী সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ব্লাক লাইভস ম্যাটারস। তাদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা উচিৎ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ণ বৈষম্য একটি সামাজিক ব্যাধি হিসেবে রয়ে গেছে। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র সরকার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিবে। এর আগে গত সোমবার এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীন যে জোরপূর্বক উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের জন্মনিয়ন্ত্রণ বাধ্য করাচ্ছে, এর নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে এসব অভিযান চীনের কমিউনিস্ট পার্টিকে (সিসিপি) বন্ধ করার আহবান জানান। এছাড়া এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, সিসিপি মানুষের জীবন ও তাদের মৌলিক মর্যাদার ওপর যে কোন সম্মান/গুরত্ব দেয় না চীনের ধারাবাহিকভাবে এসব দমন নিপীড়ন তারই ফুটিয়ে তুলে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের তথ্য অনুসারে, ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে শিনজিয়াংয়ে বন্দী করে রেখেছে চীন। সেখানে তাদের মানসিক, শারীরিক ও নানাভাবে অমানবিক নির্যাতন করা হয়। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংখ্যালঘু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ