Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলার ডাকাতি, জাল-ট্রলার লুট

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২০, ৬:৩৭ পিএম

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলার হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ৪ লক্ষাধিক টাকার মাছ, জাল লুট করে নিয়ে গেছে দস্যুরা। দস্যুদের হামলায় আহত হয়েছে ৩/৪ জন মাঝি মাল্লা।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএসম জিয়াল হক জানান, শনিবার ভোর রাতের দিকে মেঘনায় ডাকাতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।
তিনি আরো জানিয়েছেন, মেঘনা নদীতে মাছ ধরার শেষে করে ভুট্রু মাঝিসহ অন্যরা ট্রলার নিয়ে ভোলার দিকে ফিরছিলেন।
এ সময় একদল দস্যু তাদের আতর্কিত হামলা চালিয়ে জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এ সময় ভুট্ট্রু মাঝি আহত হয়েছে। তবে এ ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি বলে জানান ওসি।
অন্যদিকে দুপুরের দিকে দস্যুদের মুক্তিপন দিয়ে অপহৃত জেলে ও ট্রলার উদ্ধার হয়েছে বলে আহত জেলেরা জানিয়েছে। এদিকে ছেলে ভুট্টু মাঝি জলদুস্যদের হাতে আটকের কথা শুনে সকালে ভুট্রু মাঝির মা স্টক করে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ