Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদীর আবদুল আজিজ এর ইন্তেকালে পীর সাহেব চরমোনাই শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ৫:৫৯ পিএম

সউদী আরবের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক আল রাজী এর মালিক এবং বড় খেজুর বাগান রাজী বাগান এর মালিক শেখ সুলায়মান বিন আবদুল আজিজ এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই গভীর শোক প্রকাশ এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

আজ শুক্রবার পৃথক পৃথক বিবৃতিতে শোক আরো প্রকাশ করেছেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

এক শোক বাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, শেখ সুলায়মান বিন আবদুল আজিজ ছিলেন রাসুল (সা.) এর উৎকৃষ্ট আদর্শ ও মুসলিম উম্মাহর জন্য সদা বিগলিত হৃদয়, চির নিবেদিত মানুষ। মহান এ শায়খের ইন্তেকালে বিশ্বের মুসলমানরা একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ দ্বীনের খাদেমকে হারালো। রাব্বুল আলামিন কীর্তিমান এ শায়খকে উত্তম পুরস্কারে ভূষিত করুন, আমীন। মুসলিম উম্মাহর চির দরদি ও নিঃস্বার্থ দানশীল এই মানুষটির ভুলভ্রান্তি ক্ষমা করে তাঁকে জান্নাতবাসী করুন এবং তাঁর পরিবারবর্গ ও ভক্তদের ধৈর্য্য ধারণের তৌফিক দিন আমীন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ