Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণ মামলায় গ্রেফতার বিজেপি নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ভারতের উত্তরপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করেছে যোগিরাজ্যের পুলিশ। আইন পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে চিন্ময়ানন্দকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান আদালত। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টিম বিজেপির এই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করে। হাসপাতালে মেডিক্যাল চেকআপের পর, আদালতে পেশ করা হয়। ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ২৩ বছর বয়সী এক ছাত্রী। ভারতের স্থনীয় সংবাদমাধ্যম স‚ত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় গ্রেপ্তার করা হয়ে চিন্ময়ানন্দকে। জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করিয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হতে চলেছে। তার ঠিক তিন দিন আগে যোগি পুলিশ গ্রেপ্তার করে বিজেপির এই প্রভাবশালী নেতাকে। অটলবিহারী বাজপেয়ীর সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন স্বামী চিন্ময়ানন্দ। স¤প্রতি ওই আইনের ছাত্রীর পরিবার অভিযোগ তোলে, স্বামী চিন্ময়ানন্দকে গ্রেপ্তারে নরম মনোভাব দেখাচ্ছে যোগি পুলিশ। পুলিশ জানায়, স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ৩৭৬সি (কর্তৃপক্ষের কোনো ব্যক্তির দ্বারা যৌন মিলন), ৩৫৪ডি (গোপনে নজরদারি), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা) ও ৫০৬ (ভয় দেখানো) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই সময়।

 

 



 

Show all comments
  • Md. Humyun Kabir ৩ জুলাই, ২০২০, ৯:১৯ এএম says : 0
    Very shame for bjp.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ