Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাদার লাশের ওপর বসে ডাকছে নাতি

জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর বর্বরতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৫ এএম

করোনা আতঙ্কের মধ্যেই নীরবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিরোধী মত দমনে সেনা অভিযান চালাচ্ছে মোদি সরকার। জঙ্গি দমনের নামে বিচার বহির্ভ‚তভাবে একের পর এক স্বাধীনতাকামীকে নৃশংসভাবে গুলি করে মারছে তারা। বুধবার সকালে ভারতে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাদের বর্বরতার চিত্র ফুটে উঠেছে। সেখানে দেখা গেছে, অধিকৃত কাশ্মীরে সিআরপিএফ সেনাদের গুলিতে মৃত দাদার রক্তমাখা দেহের উপর বসে অসহায়ভাবে ডাকছে তিন বছরের এক শিশু। ওই অসহায় শিশুটির ছবি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সবাই। চোখের সামনে গুলি চলার ঘটনা দেখে ভয়ে সিঁটিয়ে থাকা ওই শিুটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, জম্মু ও কাশ্মীরের সোপোরে বুধবার সকালে সিআরপিএফ সদস্যদের উপর হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় কর্তব্যরত এক সেনার মৃত্যু হয়েছে। ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ওই শিুটির দাদার মৃত্যু হয়। গুলিরর মধ্যে সাধারণ নাগরিকের অসহায়তা ফুটে ওঠে তিন বছরের শিুটির চোখে। সকালে গাড়ি করে দাদুর সঙ্গে শ্রীনগর থেকে হান্ডওয়ারা যাচ্ছিল শিুটি। সে সময় গুলি বিনিময়েরর মধ্যে পড়ে যায় গাড়িটি। তাতেই ঝাঁঝরা হয়ে যায় ওই শিশুটির দাদার দেহ। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেই উদ্ধারের ছবি কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। সেখানকার পুলিশের এক অফিসার জানিয়েছেন, উদ্ধারের সময় ভয়ে কাঁপছিল শিুটি। সংবাদ সংস্থার ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি করে যাওয়ার সময়ও অঝোর ধারায় কেঁদে চলেছে শিুটি। প্রসঙ্গত, গত সপ্তাহেও অনন্তনাগে গুলি বিনিময়ের সময় এক ছ’বছরের শিুর মৃত্যু হয়েছিল। আউটলুক ইন্ডিয়া।

 

 



 

Show all comments
  • Monjur Rashed ২ জুলাই, ২০২০, ৫:৫৬ পিএম says : 0
    Extremely pathetic incident ----- I have lost my language to express condolence.
    Total Reply(0) Reply
  • Hadaram ৭ জুলাই, ২০২০, ৩:০৪ পিএম says : 0
    একজন বিচারক কিন্তু আছেন !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ