Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাস রাস্তায় না নামালে অধিগ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বেসরকারি বাস পরিষেবা স্বাভাবিক করতে মালিক সংগঠনগুলোকে এবার কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে তিনি জানান, ২৬ জুন বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক পর্যাপ্ত বেসরকারি বাস ও মিনিবাস যদি রাস্তায় না নামে তা হলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে সরকার। জনগণের দুর্ভোগ ও বিপর্যয় মোকাবেলায় আইন প্রয়োগ করে বেসরকারি বাসগুলোকে অধিগ্রহণ করা হবে। লকডাউন না ওঠা পর্যন্ত পরিবহন দফতর ও সরকারই সেই বাস চালাবে। লকডাউন শিথিলের পর থেকে বাস ভাড়া বৃদ্ধির দাবি তুলেছিল মালিক সংগঠনগুলো। কিন্তু রাজ্য তাতে সায় দেয়নি। গত ২৬ জুন নবান্নে অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতি, বেঙ্গল বাস সিন্ডিকেট ও মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ৬ হাজার বেসরকারি বাসকে টানা তিন মাস ১৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা হয়। কিন্তু কোনো বাসমালিক সংগঠনই তাতে সায় দেয়নি। মুখ্যমন্ত্রী বলেন, বারবার আলোচনা করেছি। নরম মনোভাব নিয়ে ডেকে কথা বলেছি¬– অনুরোধও করেছি। কঠোর সিদ্ধান্ত নিতে চাই না। কিন্তু মানুষের স্বার্থে কখনও কঠোর হতেই হয়। ১ জুলাই দেখব, তার পর ৩ জুলাই থেকে বেসরকারি বাস তুলে নেবে সরকার। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ