Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর চৌমুহনীতে দিন ব্যাপী আন্তঃজেলা বাস ধর্মঘট।

বেগমগঞ্জ নোয়াখালী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৪ পিএম

নোয়াখালীর চৌমুহনীতে দিন ব্যাপী আন্তঃজেলা বাস ধর্মঘট করেছে। মূলত ফেনী-চৌমুহনী-লক্ষীপুর রুটের যমুনা বাস, সোনাপুর- চৌমুহনী - রামগঞ্জ রুটের আনন্দ ও জননী বাস, সোনাপুর-চৌমুহনী-ফেনী রুটের সুগন্ধা বাস দীর্ঘদিন থেকে সার্ভিস দিয়ে আসছে। এদের নিয়ন্ত্রণ করে বাস মিনিবাস মালিক সমিতি ২৬৫ নামে একটি সংগঠন।
হঠাৎ করে স্টার লাইন বাস এ রুটে তাদের মিনিবাস সার্ভিস দিতে প্রস্তুতি নিলে এই সিদ্ধান্তের প্রতিবাদের জন্য আজকের ধর্মঘট।
তবে আগে কোন আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় হঠাৎ করে এ ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ পোয়াতে হয়েছে।
সকাল থেকে চৌমুহনী চৌরাস্তায় মালিক সমিতির সদস্যরা ফেনী, লক্ষীপুর, নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা বাসের যাত্রীদেরকে নামিয়ে রাস্তার দুই পাশে বাসগুলো দাঁড় করে রাখে। মালিক সমিতির সভাপতি সেক্রেটারি ধর্মঘট কথা বলতে চায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাস ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ