মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে গরুর হাটে সিরিজ বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হিলমান্দ প্রদেশে সোমবার ওই হামলা হয়। বুধবার পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেননি। সরকার হামলার জন্য তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা সরকারি বাহিনীকেই দোষারোপ করছে।-আরব নিউজ
বোমা হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন, নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা। এরা সবাই সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি আরও দাবি করেন, নিহতদের কেউই তালেবান সদস্য ছিলেন না।
নিহতদের মরদেহ ইতালি সরকার পরিচালিত একটি হাসপাতালে রাখা হয়েছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হামলাকে নিরীহ মানুষের ওপর তালেবানদের নৃশংস হামলা বলে আখ্যায়িত করেছেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।