গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
শুক্রবার সকালে ওয়াসার পানির লাইনের কাজের সময় মিরপুরে গ্যাসের পাইপ লাইনে আগুন ধরে যায়। ফলে রাজধানীর পশ্চিমের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। সরবরাহ লাইনে আগুন ধরে যাওয়ায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এ কারণে আজ শুক্রবার দুপুর পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির আংশিক, শ্যামলী ও কল্যাণপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বিতরণ কোম্পানি তিতাস।
কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নিভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।