মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দু’দেশের দূতাবাস কর্মী ৫০% কমানোর পাল্টাপাল্টি ঘোষণা দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান নিজেদের দূতাবাসকে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করছে। সীমান্তে সংঘর্ষকে উস্কে দিচ্ছে ও উত্তেজনায় মদদ দিচ্ছে। -এনডিটিভি, ডন
গত সপ্তাহে পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মী সকাল থেকে নিখোঁজ ছিলেন। দিল্লির কূটনৈতিক চাপের পর সন্ধ্যায় তাদের খুঁজে পাওয়া যায়। এই ঘটনার পর আরও বেড়েছে দ্বিপাক্ষিক উত্তেজনা।
গত ৩১ মে পাকিস্তান হাই - কমিশনের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে বহিষ্কার করে ভারত। পাকিস্তানও বলছে যে, ভারতীয় কুটনীতিকরা গুপ্তচরবৃত্তির কাজে নিয়োজিত। তাই ইসলামাবাদ থেকে ভারতীয় কূটনীতিক অর্ধেক করার ঘোষণা দিয়েছে তারা। পাল্টাপাল্টি ঘোষণা আর পারস্পরিক দোষারোপ অব্যাহত রয়েছে দেশ দুটির মধ্যে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।