গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বেলা ১১ টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেবীদাস ঘাটে একটি দোতলা টিনশেড ঘরে ওই গুদামে আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ওই ঘরে প্লাস্টিকের দানার গুদাম ছিল। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, ঢাকার সেগুনবাগিচায় বারডেমের দ্বিতীয় হাসপাতালের (মা ও শিশু) চতুর্থ তলায় ‘ফেলে রাখা বাতিল জিনিসপত্রে’ আগুন ধরার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে ওই হাসপাতালে আগুন লাগার খবর পান তারা। তাদের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, ১৪ তলা হাসপাতাল ভবনের চতুর্থ তলায় এক কোণে কিছু বাতিল জিনিসপত্রে আগুন লেগেছিল। ১১টা ৪৫ এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।