Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে শায়েখ আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকাল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১০:২৬ এএম

সিলেটের বরেণ্য আলেমে শায়খুল হাদিস আব্দুস শহীদ গলমুকাপনী মারা গেছে। বুধবার দিবাগত রাত (২৫ জুন) আড়াইটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ত্যাগ করেন শেষ নি:শ্বাস। আজ বৃহস্পতিবার বাদ জোহর সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে মরহুমের নামাজে জানাজা। শায়খ আব্দুস শহীদ গলমুকাপনী দীর্ঘ কয়েক মাস ধরে ভুগছিলেন নানা রোগে। মৃত্যুকালে বয়স ছিল ৮০ বছর তাঁর। ৪ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। শায়খ ১৯৪১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে ভর্তি হন গলমুকাপন মাদরাসায়। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে পাস করেন দাওরায়ে হাদিস। পরবর্তীতে সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন তিনি। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনও করেছিলেন জমিয়তের প্রার্থী হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ