গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের গুলিতে আব্দুল সাত্তার মাদবর (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার রাতে মিরপুরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল সাত্তার মাদবর ঝুট ও জাহাজের ব্যবসা করেন। এলাকায় কারো সঙ্গে তার শত্রুতা নেই বলে জানিয়েছেন তার ভাই ইব্রাহিম মাতবর।
তিনি জানান, তাদের বাসা রূপনগর ১০/১ নম্বর রোডে। বুধবার সন্ধ্যায় বাসার সামনে হাঁটছিলেন তার ভাই আব্দুস সাত্তার। হঠাৎ তিনজন লোক তার ভাইকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় তাকে উদ্দার করে প্রথমে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রূপনগর থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বুধবার সন্ধ্যার পর বাসার সামনে কারা তাকে গুলি করেছে এখনো জানা যায়নি। আহত আব্দুস সাত্তারের কোমরের ডান পাশে ও পিঠে গুলি লেগেছে। তিনি একটু সুস্থ হলেই তার কাছ থেকে জানতে পারব কে বা কারা তাকে গুলি করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।