Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত সংঘর্ষের জন্য ভারত দায়ী: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৯:৪৫ পিএম

সম্প্রতি লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তার জন্য ভারত দায়ী বলে দাবি করছে চীন। সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) সামাজিক গণমাধ্যমে জানিয়েছে, ভারতের উস্কানির কারণে দু'দেশের মধ্যকার সমঝোতা বানচাল হয়েছে এবং ১৫ জুনের ওই সংঘর্ষ হয়।

সংঘর্ষে চীনা সেনাদের মারপিটে ভারতের ২০ জন সেনা নিহত হয়। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে লাঠি ও পাথর ব্যবহার করা হয় এবং দুপক্ষের সেনাদের মধ্যে হাতাহাতি ও কিল-ঘুষির ঘটনা ঘটে। তবে সীমান্ত চুক্তির কারণে কোনো পক্ষই গোলাগুলি ব্যবহার করে নি। দু'দেশের মধ্যে এই চুক্তি ৪৫ বছর বহাল থাকবে। চীন বলেছে, সংঘর্ষে তাদের কোনো সেনা নিহত হয় নি।

গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, বেইজিং ও নয়াদিল্লি সীমান্ত পরিস্থিতি শান্ত করার জন্য একমত হয়েছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ